Header Ads

জামালপুরের কিছু মজার মজার কবিতা সবাই পড়ুন

  

        বন্যার্ত গ্রাম

         মোঃ মমিনূর রহমান 

 আমাদের গ্রামের নাম করগ্রাম পূর্বপাড়া
এবারের বন্যায় কৃষকেরা হয়েছে সর্বহারা।
 প্রকৃতির মাঠ ঘাট রাস্তা নদী নালা,
 সবকিছু ডুবে চলেছে শুধু স্রোতের ঢালা ।

 সৃষ্টির শ্রেষ্ঠ জীব চলেছে অনুমানে
 রাস্তা ঘাট হাট বাজার শহর বন্দরে।
 মরলো কত গরু ছাগল হাঁস মুরগী মানুষ
 বেঁচে থাকা মানুষগুলো হয়ে গেল বেহুশ।

 সব কৃষকের টাকা কড়ি নাইতো এবার হাতে,
 তবু তারা নামল মাঠে ফসল ফলাতে।
 তাতে যদি সৃষ্টিকর্তার রহমত থাকে
 আগামী দিনে কৃষকেরা ফসল তুলতে পারে।

        Flooding villages    

    Mohammad Mominur Rahman  


The name of our village is Karagram Purbampara
 This year the farmers have been proletariat in the flood.
Nature Ground Gauge Route River Tunnel, 
 Everything is going to drown only
 Imagine the best creatures of creation
 Road ghat market market in the city port.

How many cows goose poultry chicken
people died Behush survived people
 All farmers' money is not worth the money,
Yet they get to grow crops in the field.
If God has mercy in it
Farmers can harvest crops in the near future.


মামুন স্মৃতি স্কুলের ছাত্র আমরা 

      মোঃ শাহাদত হোসেন শিপন

  মামুন স্মৃতি স্কুলের ছাত্র আমরা
                সবাই বলে ভালো ,
 পড়ালেখা করি আমরা
               খুঁজি জ্ঞানের আলো।
 ঝগড়া ঝাটি করি নাকো
          আছে সবার জানা
 গুরুজনের আদেশ মানি
               শুনি তাদের মানা।
 বিদ্যালয়ে আসি আমরা
           সেই যে সকাল বেলা,
 সেরা স্কুল বলে সবাই
                 স্বীকৃতি দেয় তাই,
 বিদ্যালয়ের সুনাম আমরা
        রক্ষা করব তাই।

1 comment:

Powered by Blogger.