Header Ads

এয়ারটেল সিমে অটোমেটিক ডাটা বন্ধ করুন সকলেই পারবেন ২০১৯


 আজেকের টপিক টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কি নিয়ে আলোচনা করব ।


 তো বেশি কথা না বলে আসল কথায় আসি।

 প্রথমে আপনার যেকোনো এয়ারটেল সিমে শুধু ডায়াল করুন
 *8444*9999# 

 তারপর একটি ম্যাসেজ আসবে PPU Block এমন একটি এবং আপনি *8444*88# বা *3# এ গেলেও দেখবেন PPU Block Postpaid নামে ১ এমবির একটি প্যাক চালু আছে যার মেয়াদ ১০ বছর।

 এই ১ এমবি কখনো শেষ হবেনা এবং এই প্যাকটি যতদিন এক্টিব থাকবে আপনার ফোনে আপনি উক্ত সুবিধাটি ভোগ করতে পারবেন।

যদি আপনার ফোনে এমবি শেষ হয়ে যায় তাহলে টাকা কাটবে না। আশা করি আপনারা বুঝতে পেয়েছেন। যদি না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই। পরবর্তীতে আরো সুন্দর ট্রিপস নিয়ে আলোচনা করব।

2 comments:

Powered by Blogger.