Header Ads

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির যোগ্যতা ২০১৯

যারা ২০১৯ সালে S.S.C Exam দিয়েছেন এবং ভাবতেছেন যে,  Government  Polytechnic ভর্তি হতে কি কি শর্ত প্রযোজ্য হবে ?  

তাদের জন্য বলতেছি :


সরকারী পলিটেকনিক ভর্তি আবেদন
আবেদন করার যোগ্যতা ২০১৯-২০২০ সেশন (২০১৬ প্রবিধান)

(১) SSC তে কমপক্ষে GPA  3.50 থাকতে হবে ।

(২) পৃথক ভাবে General Mathematics অথবা
Higher Mathematics  কমপক্ষে গ্রেড 3.00 (B) থাকতে হবে ।

(৩) ২০১৭,২০১৮,২০১৯ সালে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

(৪) উভয় শিফটে সর্বোচ্চ ১০ টি কলেজ অথবা ১০ টি টেকনোলজিতে আবেদন করা যাবে । ইচ্ছাহলে একই কলেজের সব টেকনোলজিতে আবেদন করা যাবে ।

(৫) Science , Arts, Comus, Madrasa,  Vocational সহ উন্মুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন করবেন যে ভাবে :

১. যে কোন অনলাইন  কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে,  আমি সরকারি  পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করব। তাহলে  তারা আপনাকে আবেদন  করে দিবে। আবেদন করতে এক শিফটে ২০০ টাকা এবং উভয় শিফটে ৪০০ টাকা লাগতে পারে।

বর্তমানে পলিটেকনিক শিক্ষার্থীদের অবহেলা চোখে দেখা হয়। অনেকেই ভেবে থাকেন
পলিটেকনিক ইনস্টিটিউট খারাপ। যার কারণে আমাদের ছোট্ট চোখে দেখা হয়। প্রতি বছর অনেক
শিক্ষার্থী পাশ করে আমাদের দেশের সম্পদশালী করছে।

1 comment:

Powered by Blogger.