প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ব্যাকরণ সাজেশন ২০১৯ Bangla 2nd Paper Suggestion 2019
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
বাংলা ব্যাকরণ কমন সাজেশন
(১) বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
Ans: ইন্দো-ইয়োরোপীয় মূল ভাষা
(২) সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
Ans: তৎসম
(৩) পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত তম?
Ans :৪র্থ
(৪)রূপতত্ত্বের অপর নাম কি?
Ans: শব্দতত্ত্ব
(৫) কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন? Ans: রাজা রামমোহন রায়
(৬) ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো কে কী বর্ণ বলা হয়?
Ans: স্পর্শ বর্ণ
(৭) বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন কয়টি?
Ans: ছয় টি
(৮) সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কোন টি?
Ans : সম্ + বাদ
(৯) গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি?
Ans: গো + এষণা
(১০) অতএব এর সন্ধি বিচ্ছেদ কি?
Ans : অতঃ + এব
(১১) সংক্ষিপ্ত রূপ নেই কোন বর্ণের?
Ans: অ
(১২) বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ আছে?
Ans: ৩ প্রকার
(১৩) খাঁটি বাংলার উপসর্গ কয়টি?
Ans: একুশ টি
(১৪) তৎসম উপসর্গ কয় টি?
Ans: ২০ টি
(১৫) মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোন টি?
Ans: √মুচ্ + ক্ত
(১৬) একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার? Ans: ৩ টি
(১৭) বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস কে কি বলে?
Ans: আসক্তি
(১৮) বিরামচিহ্নের অপর নাম কি?
Ans: ছেদ চিহ্ন
(১৯) বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়?
Ans: এক বলতে যে সময় লাগে।
(২০) 'কৈ মাছের প্রাণ ' বলতে কি বুঝায়?
Ans: যা সহজে মরে না
(২১) বন্ধুর শব্দের বিপরীত শব্দ কোনটি?
Ans: মসৃণ
(২২) জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি?
Ans: কুটিলতা
x
No comments