Header Ads

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ব্যাকরণ সাজেশন ২০১৯ Bangla 2nd Paper Suggestion 2019


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
 বাংলা ব্যাকরণ কমন সাজেশন


(১) বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? 
Ans: ইন্দো-ইয়োরোপীয় মূল ভাষা

 (২) সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
 Ans: তৎসম

 (৩) পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত তম?
 Ans :৪র্থ

 (৪)রূপতত্ত্বের অপর নাম কি?
 Ans: শব্দতত্ত্ব

 (৫) কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন? Ans: রাজা রামমোহন রায়

 (৬) ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো কে কী বর্ণ বলা হয়?
 Ans: স্পর্শ বর্ণ

 (৭) বাংলা বর্ণমালায় ফলা চিহ্ন কয়টি?
 Ans: ছয় টি

 (৮) সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কোন টি? 
Ans : সম্ + বাদ

 (৯) গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি? 
Ans: গো + এষণা

 (১০) অতএব এর সন্ধি বিচ্ছেদ কি?
 Ans : অতঃ + এব

(১১) সংক্ষিপ্ত রূপ নেই কোন বর্ণের?
 Ans:  অ

 (১২) বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ আছে?
 Ans: ৩ প্রকার

 (১৩) খাঁটি বাংলার উপসর্গ কয়টি?
 Ans: একুশ টি

 (১৪) তৎসম উপসর্গ কয় টি?
 Ans: ২০ টি

 (১৫) মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোন টি?
 Ans: √মুচ্ + ক্ত

 (১৬) একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার? Ans: ৩ টি

 (১৭) বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস কে কি বলে?
 Ans: আসক্তি

 (১৮) বিরামচিহ্নের অপর নাম কি?
 Ans: ছেদ চিহ্ন

 (১৯) বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়?
 Ans: এক বলতে যে সময় লাগে।

 (২০) 'কৈ মাছের প্রাণ ' বলতে কি বুঝায়?
 Ans: যা সহজে মরে না

 (২১) বন্ধুর শব্দের বিপরীত শব্দ কোনটি?
 Ans: মসৃণ

 (২২) জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি?
 Ans: কুটিলতা

x

No comments

Powered by Blogger.