Header Ads

পরীক্ষার আগের দিন আপনার যা করণীয় আছে তা আজকেই জেনে নিন


আমরা কম বেশি সবাই লেখাপড়া করে থাকি। তাই আমাদের পরীক্ষা দিয়ে উপরে ধাপে উঠতে হয়।


 পরীক্ষার আগের দিন যা করণীয় তা নিয়ে আজকে আলোচনা করব।


 (১) পরীক্ষার আগের দিন কোন চিন্তা করা যাবে না।

 (২) পরীক্ষার আগের দিন কোন প্রকার খেলাধুলা করা যাবে না। কারণ সামান্য একটু দূর্ঘটনা পরীক্ষার বেঘাট করতে পারে।

 (৩) পরীক্ষার আগের দিন বেশি পড়ার চেষ্টা করবেন না এতে আপনি মানসিক চাপে থাকতে পারেন। শুধু রিভিশন করবেন।

 (৪) পরীক্ষার আগের দিন বেশি রাত না জাগা।

 (৫) সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণ রিভিশন দিতে পারেন।

 (৬) কেন্দ্রের দুরত্ব বুঝে বাড়ি থেকে বের হতে হবে ।

 (৭) বের হওয়ার সময় সকল কাগজ পত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে নিতে হবে।

 (৮) যাওয়ার সময় ধীরে সুস্থে যেতে হবে।

 আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 

2 comments:

Powered by Blogger.