Header Ads

পলিটেকনিক শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উপায় জেনে নিন






 আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা একজন শিক্ষার্থীর জানা গুরুত্বপূর্ণ।

 আমরা সবাই সরকারি বা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট লেখাপড়া করি। বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ দিয়ে থাকে। আমরা অনেকেই লেখাপড়া করি না, করলেও অনেক কম। যার কারণে আমাদের ফলাফল অনেক খারাপ হয়।

 ফলাফল ভালো করার উপায় :


 (১) প্রতিদিন কমপক্ষে ৩ ঘন্টা লেখাপড়া করতে হবে।

 (২) ইন্টারনেট কম ব্যবহার করতে হবে ( ফেইসবুক, ইউটিউব)

 (৩) নিয়মিত নামাজ পড়তে হবে এবং হিন্দু ধর্ম যারা তারা তাদের প্রার্থনা করত হবে। এতে মন অনেক ভালো থাকে। মন ভালো থাকলে লেখাপড়ার প্রতি মন ভালো বসে।

 (৪) যে পড়া পড়বেন সেই পড়া মুখস্থ করে সাথে সাথে লেখবেন এতে পড়াটা অনেক দিন মনে থাকে।

 (৫) নিয়মিত ক্লাস করতে হবে ।

 (৬) প্রতিদিনের পড়া প্রতিদিন শিখতে হবে ।


 উপরের যে কয়েকটি বিষয় বলা হলো সেগুলো যদি পালন করতে পারেন আশা করি ৩.৭০ পয়েন্ট থাকবে।

1 comment:

Powered by Blogger.